সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫

।। সুপ্তনগরের গান ।।






নয়নের মাঝে নয়নার বিচরণ
তাহাতে জলসমুদ্র!
কে তোমায় ভাসিয়ে দিলে, কি বিষাদ বিষনীলে, বুঝিনি আগুন ছিলো ও বুকে;
সুপ্তনগরের নাগরিক রাতকুমারী, আজন্মকাল যার সাধনা নয়ন মাঝে।


বুঝিনি আধার ছিল তোমার উত্তাপ উরুরও ভাজে;
হাঁড়ের ভাঁজেও পুষে ছিলে উত্তাপ ডানার আলব্রাটস,
আমাকে দংশন করার মতো, একটা ঠোটের স্রোত ই যথেষ্ট ছিল,
তা না করে ছুড়ি চালালে হৃদপিন্ড বরাবর,
ফিনকি দেয়া রক্তে রাঙিয়ে নিলে তোমার আধারি চোখ,
উত্তাপ উরুর আলব্রাটস।

1 টি মন্তব্য: